Showing posts with label SEO. Show all posts
Showing posts with label SEO. Show all posts

CareerBuilder হিসেবে SEO এর চাহিদা সম্পর্কে জানুন

vertual জগতে SEO এর প্র্যয়োজনীয়তা


SEO
SEO

 

ক্যারিয়ার হিসেবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO হচ্ছে কোনো সাইটকে সার্চ ইঞ্জিনের উপযুক্ত করা বা Search engine optimization বান্ধব করে তোলা। শুধুমাত্র search engine optimization এর জন্যই দিন দিন SEO এর চাহিদা বারছে। যে কেউ নিজের ইচ্ছাশক্তি ও চেষ্টার মাধ্যমেই SEO পেশায় নিজেকে জরাতে পারেন। এটি একটি স্বাধীন পেশা তাই আপনি নিজের মতকরে স্বাধীন ভাবে কাজ করার জন্য SEO-ই হতে পারে আপনার প্রধান নির্বাচন। কিন্তু কেন অন্য কোনো ক্যারিয়ার বাদ দিয়ে SEO পেশাটি আপনার বেছে নেয়ার আসল কারণটা কি? হ্যা, আজ আপনাদের দেখাবো কেন আপনি SEO.-কেই আপনার ক্যারিয়ার হিসেবে নির্বাচিত করবেন। আসুন কারনগুলো দেখে নেওয়া যাক:
SEO
SEO
* 1. বর্তমানে যে পরিমানে নতুন নতুন সাইট তৈরি হচ্ছে সেই কারনে নতুন সাইটগুলোকে ভিজিটরের সামনে উপস্থাপন করার জন্য SEO অত্যন্ত জরুরী। আর এ কারনেই সব marketplace SEO কাজের পরিমান দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর সেই সাথে বৃদ্ধি পাচ্ছে কাজ পাওয়ার সুযোগ।
* 2. এস.ই.ও. সেক্টর নতুন কিছু নয়। ইতিমধ্যেই অসংখ্য লোক তাদের পেশা হিসেবে এস.ই.ও.-কে বেছে নিয়েছেন এবং এতে সফলতা লাভ করেছেন। নতুনরাও অনেক সফলভাবেই তাদের ক্যারিয়ার শুরু করতে পারছে।
* 3. বর্তমানে এস.ই.ও. কাজের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। অনেক ক্ষেত্রেই এসব কাজের জন্য ওয়েব ডেভোলপার বা ডিজাইনারদের চেয়ে এস.ই.ও. এক্সপার্টরাই বেশি পারিশ্রমিক পায়। বর্তমানে মার্তেটপ্লেস যেমন Freelancer এবং Upwork গুলোতে এস.ই.ও. কাজের জন্য গড়ে প্রতি ঘন্টা ৫০ ডলার করে দেওয়া হয়। তাই এই কাজের মূল্যও কম নয়।
* 4. আপনি যদি ইতিমধ্যে ওয়েব ডিজাইনিং শিখে থাকেন বা শেখার পরিকল্পনা করে থাকেন তাহলে ওয়েব ডিজাইনিং এর পাশাপাশি আপনাকে এস.ই.ও.-ও শিখতে হবে। এটি বাধ্যতামূলক নয় তবে ওয়েব ডিজাইনিং এর পাশাপাশি এস.ই.ও. তেও আপনার দক্ষতা থাকলে কাজের ক্ষেত্রে আপনি বিশাল সূবিধা ভোগ করতে পারবেন।
* 5. এস.ই.ও শেখার মাধ্যমে আপনি আপনার নিজের সাইট তৈরি করে তাতে আপনার এস,ই.ও. স্কিল প্রয়োগ করে আপনার সাইটটিকে জনপ্রিয় করতে পারেন এবং সাইটটি হতে আয়ও করতে পারেন।
সব কাজের মতোই সার্চ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কাজের ক্ষেত্রেও কিছু অসুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সমস্যা হল:
* 1. সার্চ ইন্জিনের অ্যালগরিদমগুলো প্রতিনিয়তই পরিবর্তিত হয় এবং তার সাথে তাল মিলিয়েই আপনাকে এস.ই.ও. করতে হবে। তাই যেকোনো সাইটেরই এ.ই.ও. নিয়মিত পরিবর্তিত রূপেই করতে হয়।
* 2. এস.ই.ও. জগতে কাজের ক্ষেত্রে অনেক ধৈর্যের প্রয়োজন। যে কোনো সাইটকেই রাতারাতি সার্চ রেজাল্টের প্রথমে নিয়ে আসা সম্ভব নয়। এর জন্য অনেক কাজ করতে হয় এবং সময় দিতে হয়। কোনো সময় সাইটটি সার্চ রেজাল্টের পেছনে চলে গেলে হাল ছেড়ে না দিয়ে নতুন পদ্ধতি প্রয়োগের চেষ্টা করতে হবে।
* 3. কিছু কিছু ক্ষেত্রে কিছু অসাধু ডেভলপাররা সার্চ সার্চ ইঞ্জিন গুলোর দুর্বলতা গুলো ব্যবহার করে তাদের সাইটকে প্রথমে নিয়ে আসে এবং সে ক্ষেত্রে আপনার সাইট এর জন্য তেমন কিছুই করার থাকে না। কিন্তু সম্প্রতি এসব গর্হিত কাজকে সার্চ ইন্জিন গুলো সফলভাবেই পরিহার করছে।
এস.ই.ও. কাজের জন্য সুবিধার তুলনায় অসুবিধার পরিমান অতি নগন্য। কিন্তু আপনাকে অবশ্যই এখানে ধৈর্যের পরিচয় দিতে হবে তবেই আপনি ক্যারিয়ারে সফলতার মুখ দেখতে পারবেন। লেখাটি পড়ে আপনি এস.ই.ও.-কে আপনার ক্যারিয়ার হিসেবে গ্রহন করতে চান তাহলে এস.ই.ও. জগতে আপনাকে স্বাগতম।