Showing posts with label daily hot. Show all posts
Showing posts with label daily hot. Show all posts

এবার ছাত্রলীগ নেতারা বিমানে চড়া নিয়ে ওবায়দুল কাদেরের প্রশ্ন.........।।

ছাত্রলীগ নেতাদের বিমানে ওঠার সমলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমরা মফস্বলের অনুষ্ঠানে যেতাম বাসে-ট্রেনে করে। কিন্তু আজ সেদিন হারিয়ে গেছে। ছাত্রনেতারা এখন মফস্বলে যেতে বিমানের টিকিট চায়।

দুই দফায় ১০-১২টি হাতে তৈরি গ্রেনেডের চালান ঢাকায় যেকোন সময় ঘটতে পারে অঘটন।

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার আগে দুই দফায় অন্তত ১০-১২টি হাতে তৈরি গ্রেনেডের চালান ঢাকায় এক সহযোগীর কাছে পৌঁছে দিয়েছিল ইমতিয়াজ অমি ও মাহমুদ হাসান। তৃতীয় দফা গ্রেনেড নিয়ে ঢাকায় আসার পথে কুমিল্লার চান্দিনায় গ্রেফতার হয় এই দুই জঙ্গি। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, আগের দুই চালানের গ্রেনেড নিয়ে তারা উদ্বেগের মধ্যে আছেন। কারণ এসব গ্রেনেড দিয়ে কোথাও হামলা করা হতে পারে বলে মনে করছেন তারা। এ কারণে অমি ও হাসান ঢাকার সায়েদাবাদে যার কাছে গ্রেনেডের চালান দিয়েছিল, তাকে গ্রেফতার করতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ৭ মার্চ সকাল ১১টার দিকে কুমিল্লার চান্দিনায় শ্যামলী পরিবহনের একটি বাসকে চেকপোস্টে

বিশ্বের সেরা ধনীদের তালিকায় বাংলাদেশি ! এদেশ এ এতো টাকা আসল উৎস কোথায়??????

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় প্রথম বারের মতো নাম উঠল এক বাংলাদেশি নাগরিকের। গত মঙ্গলবার প্রকাশিত এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান। বেজিং-এর গবেষণা প্রতিষ্ঠান হুরুন গ্লোবাল-এর ওই তালিকার ২২৫৭ জন ধনকুবেরের মধ্যে তিনি রয়েছেন ১৬৮৫ নম্বরে।
প্রকাশিত তালিকা অনুযায়ী,

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রীক দেবির মূর্তি অপসারন না করা হলে !!!!!!!!!!!!!

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রীক দেবির মূর্তি অপসারন না করা হলে এদেশের হিন্দুদের শান্তিতে থাকতে দেওয়া হবেনা,তাদেরকে উচ্ছেদ করা হবে।
পাশাপাশি প্রতিবেশি হিন্দু প্রধান দেশ ভারতের সাথেও এদেশের ধর্মপ্রাণ মুসলিমরা যুদ্ধ ঘোষনা কতে পারে বলে ঘোষনা দিয়েছে বাংলাদেশ হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া শাখা। মূর্তি অপসারন না হলে আরেকটি শাপলা চত্বরের মতো ঘটনা ঘটবে।

২০১৬ সালের ব্যর্থ প্রেমিক বদরুলের জাবদজীবন কারাদন্ড social media তোলপাড় হওয়া পাঠকের মন্তব্য ।

সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে হাজির করা ও আদালতের কাঠগড়ায় থাকাকালে চুপ ছিলেন বদরুল আলম। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময়ও চুপ ছিলেন। কিন্তু পুরো সময় তাকে কিছুটা বিচলিত দেখা যাচ্ছিল।


আসামির কাঠগড়ায় থাকা বদরুল করজোড়ে ‘কিছু বলতে চাই’

আগামী ৮ মার্চ নারী দিবসে রায় হতে যাচ্ছে বহুল আলোচিত বদরুল, খাদিজা হত্যাচেষ্টা মামলা ।.



বহুল আলোচিত খাদিজা হত্যাচেষ্টা মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী ৮ মার্চ এই মামলার রায় ঘোষণার দিন ঠিক করা হয়েছে।
bodrul khadija
banglatoday-bodrulkhadija

social media  তে বদরুল খাদিজার এমন জোরা লাগানো কিছু ছবি প্রকাশ পেলেও এগুলোর সত্যতা এখনো পাওয়া যায়নি ।
মামলার যুক্তি-তর্ক শেষে রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা রায়ের এ তারিখ ঘোষণা করেন। এর আগে গত ২৬ ফেব্রুয়ারি খাদিজা আদালতে সাক্ষ্য প্রদান করে হামলাকারী বদরুলের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।ওই দিন আদালতে খাদিজাকে জেরা করেন আসামি বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান।
বদরুলের আইনজীবী সাজ্জাদুর রহমান খাদিজাকে প্রশ্ন করেন, ‘বদরুলের সাথে আপনার পরিচয় কিভাবে হয়েছিল?’উত্তরে খাদিজা বলেন, ‘পাঁচ-ছয় বছর আগে সে আমাদের বাড়িতে লজিং মাস্টার হিসেবে থাকতো।
banglatoday-khadija





বদরুলের আইনজীবী খাদিজাকে বলেন, ‘বদরুলের সাথে আপনার ভালোবাসার সম্পর্ক ছিল?’ খাদিজা তা অস্বীকার করেন।আইনজীবী সাজ্জাদুর রহমান বলেন, ‘যেদিন যেখানে যখন ঘটনা ঘটেছিল, সেখানে আপনি (খাদিজা) স্বেচ্ছায় বদরুলের সাথে গিয়েছিলেন।খাদিজা এ বিষয়টিও অস্বীকার করেন।খাদিজা হত্যাচেষ্টা মামলায় মোট ৩৭ জন সাক্ষীর মধ্যে আদালত ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। সর্বশেষ সাক্ষী হিসেবে ২৬ ফেব্রুয়ারি আদালতে সাক্ষ্য দেন খাদিজা।
প্রসঙ্গত, গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।