আপনার সীম দিয়ে কেও ক্রাইম করলে ফেসে যেতে পারেন আপনিও । হারায় যাওয়া রেজিস্টারকৃত সীম দিয়ে অপরাধ সংগঠিত হবার আগে আপনার করণীও কি ?




মোবাইলে সীম রেজিস্ট্রেশন শেষ তারিক আর মাত্র ১দিন কিন্তু আপনি কি ভাবছেন রেজিস্ট্রেশন করলে আপনাকে কতটা বিপদের সম্মুখীন হতে পারেন???????


আপনি রেজিস্ট্রেশনের পর আপনার সকল তথ্য মোবাইল কম্পানি এবং সরকারের কাছে থাকতেছে যা আপনার একটু ভুলের কারনে আপনাকে সারাজীবনের জন্য অনেক বড় সমস্যার মুখোমুখি হতে পারেন । আজকে মোবাইল অপারেটরের সাথে কথা বলে শুনলাম কোন কারনে আমার সীম বা মোবাইল হারায় যায় বা চুরি হয়ে যায় তাহলে আমি তৎক্ষণাৎ অন্য ফোন থেকে কাস্টমার কেয়ারে কল দিয়ে আমার হারিয়ে যাওয়া সীম বন্ধ করে দিতে পারব তবে বন্ধ করতে চাইলে ভোটার ID নাম্বার জন্ম তারিখ বাবার নাম FnF নাম্বার লাস্ট রিচারজ বলতে হবে ।

 আপনি যদি সঠিক তথ্য দিতে ব্যর্থ হন বা বন্ধ করতে দেরি করেন তাহলে উক্ত সময়ে আপনার সীম দিয়ে যেকেও যেকোন ক্রাইম করলে তার কতটা দায়ভার আপনার উপর আসে পরবে তা একটু ভেবে দেখেন ………। আর এই অপরাধের জন্য কিন্তু পুলিশ আপনাকেই আগে খুজবে যেহেতু আপনার সকল তথ্য বায়োমেট্রিক পদ্ধতিতে রেজিষ্টার করা হয়েছে । 

তাই মোবাইল অপরাধে পুলিশি হয়রানি থেকে বাচতে আপনার সীম বা মোবাইল হারায় বা চুরি হয়ে যাইলে তৎক্ষনাত কাস্টমার কেয়ারে কল দিয়ে অবহিত বা সীম বন্ধ করে দিবেন ।

No comments: