সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম
হত্যাচেষ্টা মামলায় একমাত্র আসামি বদরুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন
আদালত। আজ বুধবার সিলেটের মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা
এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময়
আদালতে হাজির করা ও আদালতের কাঠগড়ায় থাকাকালে চুপ ছিলেন বদরুল আলম। রায়
ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময়ও চুপ ছিলেন। কিন্তু পুরো সময় তাকে
কিছুটা বিচলিত দেখা যাচ্ছিল।
আসামির কাঠগড়ায় থাকা বদরুল করজোড়ে ‘কিছু
বলতে চাই’
বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। বদরুল বলতে থাকেন, ‘আমি
কিছু বলতে চাই। আমাকে একটা সুযোগ দিন। আমি সত্য কথা বলব। আমি একজন শিক্ষক
ছিলাম, আমি বঙ্গবন্ধুর সৈনিক।’
এ সময়
বিচারক ধমক দিয়ে ‘আদালত বক্তৃতা দেওয়ার জায়গা নয়’ বলে বদরুলকে সতর্ক করে
দেন। এ কথা শুনে বদরুলকে কিছুক্ষণ কাঁদতে দেখা গেছে। পরে যুক্তিতর্কের
তারিখ নির্ধারিত হলে বদরুল ফের উচ্চ স্বরে বলে ওঠেন, ‘তুমি সুখী হও,
খাদিজা। বিচারক আল্লাহ আছেন। আমার ফাঁসি হোক।’
এই রায়ের পর ব্যর্থ প্রেমিকেরা বিভিন্ন সোশাল মিডিয়াতে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন তার কিছুটা হলো
"somoyerkonthosor" page এ "Ahmed Nawshad Raaz" বলেন " উনি
সেই খাদিজা যিনি লজিং মাষ্টার বদরুল এর সাথে দ্বীর্ঘদিন প্রেম করেছেন, তার
মোবাইল, সিম ব্যাবহার করেছেন। অত:পর প্রয়োজন শেষে বদরুল কে ছুড়ে ফেলেছেন।
কিন্তু বদরুল আর দশজন প্রেমিকের মতইই এই পরিনতি সহ্য করতে পারেনি। তাই বেছে
নিয়েছিলো হিংস্র আশ্রয়। কিন্তু বদরুল
কিন্তু শেষ মুহুর্তে নিজের ভুল বুঝতে পেরেছিল, আর বলেছিলো খাদিজা তুমি সুখে
থেকো। কারন বদরুল রা জানে ভালোবাসা কি? ভালো বাসে বলেই ভালোবাসার মানুষের
প্রতারনা সইতে পারেনি। একবার কি ভেবে দেখেছেন কে তাকে বদরুল হতে বাধ্য
করলো??? এভাবে লক্ষ্য বদরুল অকালে ঝড়ে যাচ্ছে নিরবে, কেউ দেখার নেই। তবে
শিক্ষিত সমাজের কিছু মানুষ, আর ভালোবাসা হারানো মানুষ গুলিই বদরুল দের কষ্ট
বুঝতে পারে। আমার মনে হয় প্রতারনার জন্য খাদিজারও বিচার হওয়া উচিত ছিলো।"
আবার Shamim Rahman বলেছেন "প্রকৃত
প্রেম যতটা কষ্টই পাক কোপাতে শিখায় না ত্যাগ করতে শিখায় - যেমনঃ আমি কষ্ট
পেলেও সে সুখী হোক... আমার প্রতিটি কষ্ট ও রক্তের বিনিময়ে তার ভালো থাকার
ইচ্ছা... দূর থেকে দোয়া করি ভালো থেকো ইত্যাদি চরম ভালোবাসার বহিপ্রকাশ
যেটা মাদারচোদ কোপানোর পরে বলে "আমার
ফাঁসি হলেও তুমি সুখে থেকো। তোর এ ভালোবাসায় কোটি কোটি থুথু দিলাম। আমার
ভালোবাসার মানুষটি যে কোন কারনে - পারিবারিক, মানসিক,আথিক, আর কিছু আদৃশ্য
কারনে দূরে সরতে পারে এটাই স্বাভাবিক আর এ অবস্থায় জয় করতে হয় ছেলেদের
মেয়েদের নয়। কিছু কুলাঙ্গার আবার এর পক্ষ নেয় ভাবতেই অবাক লাগে। এগুলো
অযোগ্য ছেলে, যোগ্যতা সম্পন্ন ছেলেদের পেছনে মেয়েরা ঘুরে ও মেয়ের বাবা ও মা
ও ঘুরে।"
Alamgir Kabir বলেছেন "
বদরুল রা জন্মায় না এদের কে তৈরি করা হয়, কিছু কিছু নারিদের কারনে এমন বদরুল এর জন্ম নেয়।। এক হাতে তালি বাজে না,তালি বাজাতে হলে দুই হাতের দরকার হয়। আমি বলছি না বদরুল যা করেছে সেটা ঠিক করেছে, ওর পাপের শাস্তি ও পেয়েছে। আইন যদি সবার জন্নেই সমান হয় তাহলে সবারি শাস্তিভোগ করা উচিৎ।"
বদরুল রা জন্মায় না এদের কে তৈরি করা হয়, কিছু কিছু নারিদের কারনে এমন বদরুল এর জন্ম নেয়।। এক হাতে তালি বাজে না,তালি বাজাতে হলে দুই হাতের দরকার হয়। আমি বলছি না বদরুল যা করেছে সেটা ঠিক করেছে, ওর পাপের শাস্তি ও পেয়েছে। আইন যদি সবার জন্নেই সমান হয় তাহলে সবারি শাস্তিভোগ করা উচিৎ।"


No comments:
Post a Comment