৩৭তম বিসিএস পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধান


৩৭তম বিসিএস পূর্ণাঙ্গ প্রশ্ন ও সমাধান 30 Sep 2016 BCS 37th Preliminary Questions with Solutions বাংলা -৩৫ ============ ১ । কোনটি বাগধারা বোঝায়? উত্তরঃ শিরে সংক্রান্তি ২। কোনটি মৌলিক শব্দ? উত্তরঃ গোলাপ ৩ । বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্ৰন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা? উত্তরঃ বাংলা সাহিত্যের কথা ৪। ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? উত্তরঃ হাসান হাফিজুর রহমান ৫ । নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? উত্তরঃ ভূরিভূরি, ভূড়িওয়ালা, মাতৃষ্বসা ৬। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তক কে? উত্তরঃ সেলিম আল দীন ৭। ‘সমভিব্যাহারে’ শব্দটির অর্থ কী? উত্তরঃ একযোগে ৮। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলিতে কী রস বলে? উত্তরঃ প্রেমরস ৯। ড. মুহাম্মদ শহীদ্দুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? উত্তরঃ ---- ১০। ‘পূর্ববঙগ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্ৰাহক কে? উত্তরঃ দীনেশচন্দ্র সেন ১১। ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী? উত্তরঃ কোনটি আচরণীয়, আর কোনটি নয় ১২। ‘গোরক্ষ বিজয়’ কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? উত্তরঃ নাথধর্ম ১৩। শাক্ত পদাবলির জন্য বিখ্যাত- উত্তরঃ রাম প্রসাদ সেন ১৪। ‘অলৌকিক ইস্টিমার’ গ্রন্থের রচয়িতা কে? হূমায়ুন আজাদ ১৫। ‘Custom’ শব্দের পরিভাষা কোনটি যথার্থ? উত্তরঃ শুল্ক ১৬। কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’কে স্মরণ করেছেন কেন? ১৭। “প্রদীপ নিবিয়া গেল”!-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? উত্তরঃ বিষাদ সিন্ধু ১৮। “মাতৃভাষার যাহার ভক্তি নাই সে মানুষ নহে।”—কার উক্তি? উত্তরঃ মীর মশাররফ হোসেন ১৯। বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণধ্বনি? উত্তরঃ দ্বিতীয় ও চতুর্থ ২০।‘কদাকার’ শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? উত্তরঃ দেশি উপসর্গ ২১। যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষর ও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? উত্তরঃ মাত্রাবৃত্ত ২২।নিচের কোনটি অশুদ্ধ? উত্তরঃ দোষী-নির্দোষী ২৩। ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী? উত্তরঃ দীনেশরঞ্জন দাশ ২৪। “আমি এ কথা, এ ব্যথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।।”-রবীন্দ্রনাথের এ গানে “নিছনি” কী অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তরঃ পূজা ২৫।“ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম”—কে বলেছেন? উত্তরঃ মোতাহের হোসেন চৌধুরী ২৬। কোন বাক্যটি শুদ্ধ? ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত। খ. তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। গ. তোমার পরশ্রীকাতরতায় আমি মুগ্ধ। ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না। উত্তরঃ তাঁর কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম ২৭। Ode কী? উত্তরঃ খন্ড কবিতা ২৮। মুহাম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী? উত্তরঃ ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনি তত্ত্ব ২৯। ‘জলে-স্থলে’ কী সমাস? উত্তরঃ অলুক দ্বন্দ্ব ৩০। ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? উত্তরঃ যৌগিক স্বরধনি ৩১। “বিস্মায়াপন্ন” সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কোনটি? উত্তরঃ বিস্ময় দ্বারা আপন্ন ৩২। কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল? উত্তরঃ তৃতীয় পানিপথের যুদ্ধ ৩৩। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? উত্তরঃ অলীক মানুষ ৩৪। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঙ্গলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে? উত্তরঃ ১৯১০ ৩৫। ‘আসাদের শার্ট’ কবিতার লেখক কে? শামসুর রাহমান -------------------------------- English Part--35 =================== 1. choose the appropriate prepositions in the blank of the following sentence: The family doesn’t feel __________ going outing this season. Ans: like 2. Fill in the blank with appropriate use of tense: I couldn’t mend the computer myself, so I _________ at a shop. Ans: had it mended 3. who wrote “Biographia Literaria” Ans: S.T.Coleridge 4. Othello gave Desdemona _______ as a token of love: Ans: Handkerchief 5. Choose the correct sentence: Ans: all of it depends on you 6. A chart was appended to the report. here appended means – Ans: joined 7. The mother sat vigilantly beside the sick baby. here vigilantly is: Ans: an adverb 8. Fraility the name is women. Here Fraility is: Ans: Noun 9. Which of the following words is in singular form? Ans: radius 10. “A rolling stone gathers no moss” The complex form of the sentence is: Ans: A stone that rolls gathers no moss 11. The new offer of job was alluring. Here Alluring means – Ans: tempting 12. “Who planted this tree here?” The correct passive voice of this sentence is Ans: By whom was the tree planted here? 13. Education is enlightening.

No comments: